ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে সংযুক্ত) বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরমেয়র মো. কাজিউল ইসলাম প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, থানা ওসিসহ বিভিন্ন ধর্মের নেতা এবং ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
টিএইচ